গৃহ নির্মান কর্মসূচী
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এর পাশে সবসময়ই ছিল গ্রীন কেয়ার ফাউন্ডেশন। এবার বন্যা পূণর্বাসনের জন্য গ্রহন করেছে গৃহ নির্মান কর্মসূচী। পাইলট প্রজেক্ট হিসাবে প্রাথমিকভাবে নেয়া ১০টি ঘরের মধ্যে শেল্টার-১ ও শেল্টার -২ এর উদ্বোধন করা হলো আজ। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আমাদের এ কার্যক্রম । নিজ ঘরের ফিতা কেটে নিজেই প্রবেশ, এ যেন এক অনন্য আনন্দ আবেশ। বন্যায় ধ্বসে পড়া ঘর…অন্যের ঘরে রাত্রিযাপন শেষে তারা পেলেন এক শান্তির সুন্দর নিবাস।মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন।




