বর্ণমেলা ২০২৩
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা



বাঙালীর স্বাধীনতার পটভুমি রচনা হয়েছিল ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বুকের তাজা রক্তে এসেছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতিও। জাতির এ সাহসী যুবাদের স্মরণে, শিশুদের জন্য শিক্ষনীয় করতে প্রতিবছরের ন্যায় এবারও ছিল এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এর বর্ণাঢ্য আয়োজন “বর্ণমেলা”।





